এক বছর আগে জেগেছিল বাংলা

লেখক মোঃ আবুল কালাম আজাদ নির্বাহী সদস্য শিল্প ও বণিক সমিতি, ঈশ্বরদী

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপানো ছাত্রজনতার রক্তে জাগ্রত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য স্বৈরাচারী হাসিনার দুঃশাসনের পতনের বার্তা — শহীদদের রক্তে লেখা ইতিহাস 

বিসমিল্লাহির রাহমানির রাহিম, ভাই ও বোনেরা! আজ এক বছর পেরিয়ে গেছে সেই ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের—যেদিন এই বাংলার রাজপথ কেঁপেছিল ছাত্র-জনতার অগ্নিগর্ভ গর্জনে! সেদিনের সূর্য উঠেছিল রক্তে রঞ্জিত হয়ে, আর প্রতিটি শহীদের বুক চিরে লেখা হয়েছিল—"স্বাধীনতা কারো দয়া নয়, রক্তের বিনিময়ে অর্জিত অধিকার! আমরা ভুলিনি—স্বৈরাচারী হাসিনা কীভাবে দিনের পর দিন ভারতের দাসত্বে বাংলার বুককে পদদলিত করেছে। আমরা ভুলিনি—কীভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করে, মুক্তচিন্তার যুবসমাজকে গুম, খুন, মামলা আর নির্যাতনের বেড়াজালে বন্দি করে রেখেছিল এই একচোখা সরকার! কিন্তু ২০২৪ সালের সেই উত্তাল জুলাই-আগস্টে আমরা দেখেছি এক নতুন সূচনা!

আমরা দেখেছি—কীভাবে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ অসংখ্য সাহসী ছাত্র নিজেদের বুক পেতে দিয়ে আমাদের শিখিয়েছে—"দাসত্বের জীবন মরে যাওয়ার মতো, কিন্তু রক্ত দিয়ে গড়া স্বাধীনতা চিরজীবী!"তাদের রক্তে লেখা সেই অক্ষয় শিক্ষা আজও আমাদের চালনা করছে।

তারা বলেছিল—ভয় পেও না! রক্ত ঝরাও, ইতিহাস বদলাও! আর আমরা বদলেছি! আজ স্বৈরাচার হাসিনা পলাতক—তার পতনের ঘন্টা বেজে গেছে। ভারতের পদলেহী সেবাদাসী হিসেবে যে নারী বাংলাকে বন্দী করেছিল, আজ সে-ই বাংলার গণরোষে পালিয়ে বেড়াচ্ছে। বাংলা আজ মুক্তির দ্বারপ্রান্তে! আমরা আজ শহীদদের স্মরণ করি।

আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলি—"হে আল্লাহ! শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, এবং সব আত্মত্যাগকারী ছাত্রদের শহীদদের মাগফিরাত দান করো। তাদের রক্ত যেন বৃথা না যায়—এই দেশ যেন সত্যিকারের স্বাধীনতা ও ন্যায়ের ছায়ায় আবার দাঁড়াতে পারে!"বন্ধুগণ, এই এক বছর আমাদের শিক্ষা দিয়েছে— চুপ করে বসে থাকলে দাসত্ব চিরস্থায়ী হয়, আর রক্ত দিলে স্বাধীনতা আসে।

আসুন, আমরা সেই অঙ্গীকার করি—আর কোনো স্বৈরাচার যেন বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে! আর কোনো ভারতপন্থী দালাল যেন বাংলার ভবিষ্যৎ বিক্রি করতে না পারে! আমরা গড়ে তুলবো একটি সত্যিকার স্বাধীন, গণতান্ত্রিক, জনগণের বাংলাদেশ—যেখানে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক—সবাই বাঁচবে মাথা উঁচু করে! জয় হোক শহীদদের আত্মত্যাগের! জয় হোক বাংলার মাটির! স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন